আয়শা খাতুন জামে মসজিদ

মসজিদ সম্পর্কে বিস্তারিত এবং কাজের অগ্রগতি জানতে এই ভিডিওটি দেখুন-

মসজিদ সম্পর্কে

মসজিদের নামঃ আয়শা খাতুন জামে মসজিদ। 

স্থাপিত সময় কালঃ এটি ১৯৯০ সালে স্থাপিত হয়।  

স্থান/ঠিকানাঃ-

গ্রামঃ বলইবুনিয়া, ডাক ঘরঃ নলুয়াবাগী, থানাঃ গলাচিপা, জেলাঃ পটুয়াখালী। 

গ্রামের মুসল্লীর সংখ্যাঃ ১৫০+ 

এ পর্যন্ত মসজিদটি বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে। কিন্তু বর্তমানে মুসল্লীর সংখ্যা বৃদ্ধি এবং দীর্ঘ দিন সংস্কার না করায়,  এখন এমন অবস্থায় এসে পৌছেছে যে, নতুন করে মসজিদ নির্মান করতে হবে। 

ছাঁদ সহ নির্মানে আনুমানিক খরচঃ ৯ থেকে ১০ লক্ষ টাকা। 

ইতিমধ্যে গ্রাম বাসীর সহযোগিতায় প্রায় ২ লক্ষ টাকার মত উঠেছে এবং তা দিয়ে কাজ শুরু করা হয়েছে। 

তাই যারা ধনাঢ্য ব্যাক্তিবর্গ রয়েছেন তারা দানের হাত বাড়িয়ে দিন ইংশাআল্লাহ। 

এই দান সদকায় জারিয়া হিসেবে পৃথিবীতে রয়ে যাবে। যার সাওয়াব আপনি মৃত্যুর পরও পেতে থাকবেন ইংশাআল্লাহ। 

মসজিদ সম্পর্কে আরো বিস্তারিত ও কাজের অগ্রগতি সম্পর্কে জানতে  নিচের ভিডিওগুলো দেখুন। 

মসজিদের কিছু খন্ড চিত্র

আয়শা খাতুন জামে মসজিদ

অত্র মসজিদের ইমাম

নির্মানের জন্য ক্রয়কৃত কিছু ইট

মসজিদের ভেতরের অংশ

বাহিরের পূর্বাংশ

দান সম্পর্কে কুরআন ও হাদিস থেকে উপকার সমূহ

দানে পাপ মুছে যায়

বিপদ আপদ, বালা মুসিবত কেটে যায়

জাহান্নামের আগুন থেকে মুক্তি

অসুস্থতা কেটে যায় ও ধন সম্পদ বৃদ্ধি পায়

কুরআন ও হাদিসের বাণী

“‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দেবেন।”
(বুখারি, হাদিস : ৪৫০)
“রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার।”
(মুসলিম, হাদিস : ১৪১৪)
“তারাই তো আল্লাহর মসজিদের আবাদ করবে, যারা ঈমান আনে আল্লাহ ও শেষ দিনের প্রতি, সালাত কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। অতএব আশা করা যায়, তারা হবে সৎপথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। ”
(সুরা : তাওবা, আয়াত : ১৮)
ছবিঃ ঈদ গাহ মাঠ

জান্নাতে ঘর নির্মাণ

এই দান হবে আপনার গোপনীয় দান। কাছের কেউ জানবে না। একমাত্র আল্লাহ্‌ তায়ালার সন্তুষ্টির জন্য দান করুন। 

 

এবং মসজিদে দানের মধ্য দিয়ে জান্নাতে একটি ঘর নির্মান করুন ইংশাআল্লাহ। 

(বুখারি, হাদিস নং: ৪৫০)

মসজিদ নির্মাণে সাওয়াব মেলে অনন্তকাল

প্রিয় দীনি ভাই এবং বোন। বিনীত অনুরোধ জানাচ্ছি- আল্লাহ্‌র ওয়াস্তে আমাদের এই মসজিদ নির্মানে সাহয্য করুন। আগামী রমাদানের আগেই নির্মাণ কাজ শেষ করতে হবে ইংশাআল্লাহ। অন্যথায় পুরো গ্রাম বাসী মসজিদে সলাত আদায় থেকে বঞ্চিত হবে। 

আমরা চাই আপনারা মসজিদের কিছু নির্মান সামগ্রী কিনে দিন। যেমন- ইট, বালু, রড, সিমেন্ট ইত্যাদি। যাদেরকে আল্লাহ্‌ বড় আকারে দানের তাওফিক দিয়েছেন, তারা কাইন্ডলি আমাদের কল করুন এবং আলোচনা সাপেক্ষে এই নির্মাণ সামগ্রী সমূহ দান করুন। অথবা যারা বিকাশের মাধ্যমে দান করতে চাচ্ছেন- তারা নিচের নাম্বারগুলোতে টাকা পাঠাতে পারেন।

বিকাশ মার্চেন্টঃ 01710207707

বিকাশ পার্সোনালঃ 01766733792

বিকাশ পার্সোনালঃ 01720553522

অনলাইনে বিকাশের মাধ্যমে অটোমেটেড পেমেন্ট করতে চাইলে নিচের বাটনে ক্লিক করুন- 
01401444888